রাজ্য বিভাগে ফিরে যান

সলিল-হেমাঙ্গদের দূরে সরিয়ে কেন সস্তার প্যারোডিকে হাতিয়ার করছে CPI(M)?

January 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সাত তারিখ ব্রিগেডে সমাবেশের আয়োজন করেছে সিপিআই (এম)-র যুব শাখা-সংগঠন DYFI, সেই সমাবেশের প্রচারে ফের একবার প্যারোডিকেই হাতিয়ার করল বামেদের প্রধান শরিক দল। সমরেশ বসু-র প্রজাপতি ছবির ‘ডিম পাউরুটি’ গানটির প্যারোডি বানানো হয়েছে এবার। উল্লেখ্য, এর আগে ২০২১-র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের ব্রিগেডে টুম্পা সোনা গানের প্যারোডি বানিয়েছিল বামেরা। কিন্তু কেন বারবার প্যারোডিকে হাতিয়ার করা হচ্ছে? প্রশ্ন উঠেছে আম জনতার মনেও। শোনা যাচ্ছে, এ নিয়ে খোদ দলের অন্দরেও রয়েছে ক্ষোভ।

যে সিপিআই (এম), নিজেদের সুস্থ সংস্কৃতির ধারক-বাহক বলে দাবি করত তারা কেন এমন সস্তা দরের প্রচার নামছে? আজও হেমাঙ্গ বিশ্বাসের ইন্টারন্যাশনল সমানভাবে জনপ্রিয়, সলিল চৌধুরীর ঘুম ভাঙার গান ‘পথে এবার নামো সাথি’-তে শ্রেণী সংগ্রামের মন্ত্র পান কমরেডরা। কিন্তু সে’সব দূরে ঠেলে টুম্পা থেকে বা ডিম পাউরুটিকে আপন করতে হচ্ছে? তবে কি পুরনোতে ভরসা হারাচ্ছে বাম, দলের অন্দরে তরুণদের চোরাস্রোত ঐতিহ্য ভুলে ট্রেন্ডে থাকছে চাইছে? তাতেই ঝাঁপিয়ে পড়া হচ্ছে সস্তা, বাজারচলতি গানের দিকে? প্রশ্নগুলো ক্রমেই জোরালো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #politics, #peoples brigade, #CPIM Brigade, #Insaaf Brigade DYFI, #DYFI Rally

আরো দেখুন