দেশ বিভাগে ফিরে যান

বয়সের ‘মিথ’ ভেঙে Mrs India One in a Million জয় রূপিকার, জানেন কে তিনি?

January 4, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন ২০২৩’-এর মুকুট জয় করলেন জম্মুর রূপিকা। পেশায় তিনি একজন মডেল, অভিনেত্রী। পঞ্চান্ন বছর বয়সেই মুকুট জেতার পাশাপাশি রূপিকা ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল ক্লাসিক’, ‘ফিট ক্লাসিক’ এবং ‘ট্যালেন্টেড ক্লাসিক’-সহ একাধিক খেতাব জিতেছেন তিনি। বয়স কোনও বাধা হওয়া উচিত নয়, এই বয়সে তাঁর সাহসী পদক্ষেপ সেটাই প্রমাণ করে।

বয়সের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে চর্চার কেন্দ্রে এখন রুপিকা। জানা যায়, জম্মুতে তিনি বড় হয়েছেন। পরে ভূস্বর্গ ছেড়ে পাড়ি দেন মুম্বাইয়ে। তারপর এখানে ক্যারিয়ার শুরু করেন মডেলিংয়ের কাজ করে। পাশাপাশি সংসারও চালাতেন। রূপিকার দুই পুত্র। এছাড়াও প্রাণীদের নিয়েও বহু কাজ করছেন রূপিকা। তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্ত হয়েছেন স্থানীয় একাধিক এনজিওর সাথে।

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, রণবীর সিংয়ের মতো তারকাদের সাথেও কাজ করেছেন রূপিকা। ফ্যাশন শো-তে অংশগ্রহণ করার জন্য নিয়েছিলেন কড়া প্রশিক্ষণও। তাঁর কথা বলা, হাঁটা সবটাই বদলাতে সাহায্য করেছিল কোরিওগ্রাফার সন্দীপ সোপারকার এবং ফ্যাশন ডিরেক্টর-প্যাজেন্ট প্রশিক্ষক কবিতা খারায়াত-সহ একাধিক পরামর্শদাতা। যা তাঁর জয়ের পথকে আরও মসৃণ করে তুলেছিল।

গ্ল্যামার এবং সৌন্দর্যের জগতে রূপিকার এই সাফল্য সব বয়সী নারীদেরই অনুপ্রেরণা যোগাবে। সৌন্দর্য যে কোনও বয়স বা সীমানার গন্ডী মানে না তা আরও একবার প্রমাণ করলেন রূপিকা গ্রোভারের মতো নারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#rupika, #mrs India One in a milllion 2023

আরো দেখুন