নতুন বছরে গর্বের মুকুট, বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় স্থান Kolkata এয়ারপোর্টের
বিশ্বের সেরা বিমানবন্দরগুলির তালিকায় নবম স্থান পেল কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নতুন বছরে কলকাতা বিমানবন্দরের মুকুটে নয়া পালক। বিশ্বের সেরা বিমানবন্দরগুলির তালিকায় নবম স্থান পেল কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর।

কলকাতা এয়ারপোর্ট ছড়াও স্বীকৃতি পেল ভারতের আরও ২টি বিমানবন্দর। বৃহৎ বিমান বন্দরের তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে হায়দ্রাবাদ এবং তৃতীয় বেঙ্গালুরু বিমানবন্দর। শীর্ষে রয়েছে মার্কিন মুলুকের মিনেপলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর।

জানা গিয়েছে, ২০২৩ সালে সময় মেনে পরিষেবা প্রদান করার নিরিখে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরের র্যাঙ্কিং প্রকাশ করেছে বিমান পরিবহণের তথ্য সংগ্রহকারী সংস্থা সিরিয়াম। আর তাতে মাঝারি আকারের বিমানবন্দরগুলির মধ্যে নবম স্থান পেয়েছে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর।

র্যাঙ্কিং অনুযায়ী, ২০২৩ সালে হায়দ্রাবাদ বিমানবন্দরে ১৬৮,৪২৬ টি বিমান ৮৪.৪২ শতাংশ নির্ধারিত সময় যাতায়াত করেছে। যা গতবছরের তুলনায় এক শতাংশ কমেছে শীর্ষে থাকা সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে এটা ছিল ৮৪.৪৪ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, সস্তার উড়ান সংস্থার তালিকায় ৮ নম্বরে আছে ইন্ডিগো। ওই উড়ান সংস্থার ৮২.১২ শতাংশ বিমান সময় মেনে যাতায়াত করেছে।