মিমি বাদ? যাদবপুর পাচ্ছে নতুন প্রার্থী?

বিগত শীতকালীন অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা।

January 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মিমি চক্রবর্তী বাদ? তবে কি নতুন প্রার্থী পাচ্ছে যাদবপুর? ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে সংসদের সদস্য হন মিমি, তারপর থেকে লাগাতার একের পর এক অধিবেশনে মিমির উপস্থিতির হার ছিল অত্যন্ত কম। সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনেও মাত্র পাঁচ দিন উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ।

বিগত শীতকালীন অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বেনজিরভাবে ১৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। সেই সাসপেনশনেরও তীব্র প্রতিবাদ হয়েছে। কিন্তু মোদী বিরোধী আন্দোলনে সেভাবে দেখা যায়নি যাদবপুরের বর্তমান সাংসদকে। যাদবপুরে কান পাতলে নাকি শোনা যাচ্ছে, অভিনেত্রী সাংসদকে বেশ কিছুদিন নিজের নির্বাচনী কেন্দ্রের নানা দলীয় অনুষ্ঠানে বড়ো একটা দেখা যায়নি। এতেই সৃষ্টি হয়েছে জল্পনা, তবে কি চব্বিশের নির্বাচনে টিকিট পাবেন না মিমি? তবে এর সদুত্তর দেবে সময়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen