← রাজ্য বিভাগে ফিরে যান
আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? জানাল আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব চলবে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সকালের দিকে যে হালকা কুয়াশা ছিল, তা বেলা বাড়লে কেটে যাবে। ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে রবিবার ও সোমবার সব জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।।