বিনোদন বিভাগে ফিরে যান

স্বাধীনতা দিবসে চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী মানালি

August 15, 2020 | 2 min read

 *করোনা আবহে প্রেমিক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন অভিনেত্রী মানালি দে। ছবি: ইনস্টাগ্রাম।

করোনা আবহে প্রেমিক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন অভিনেত্রী মানালি দে। ছবি: ইনস্টাগ্রাম।

 *তবে জাঁকজমকের বিয়ে হয়নি। শুধুমাত্র আইনি বিয়ে সেরেছেন দু'জনে। বাকি সেলিব্রেশন হবে সম্ভবত করোনা মিটলে। ছবি: ইনস্টাগ্রাম।

তবে জাঁকজমকের বিয়ে হয়নি। শুধুমাত্র আইনি বিয়ে সেরেছেন দু’জনে। বাকি সেলিব্রেশন হবে সম্ভবত করোনা মিটলে। ছবি: ইনস্টাগ্রাম।

 *বিয়ের সময় লাল সালোয়ার পড়েছিলেন। খোলা চুল, কানে ঝোলা দুল। দু-হাতে ঘড়ি এবং চুরি, এই ছিল মানালির আজকের সাজ। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের সময় লাল সালোয়ার পড়েছিলেন। খোলা চুল, কানে ঝোলা দুল। দু-হাতে ঘড়ি এবং চুরি, এই ছিল মানালির আজকের সাজ। ছবি: ইনস্টাগ্রাম।

 *পেশায় পরিচালক অভিমন্যু পরেছিলেন লাল পাঞ্জাবি। রেজিস্ট্রির পরে কালি লাগান আঙুল দেখিয়ে ছবি পোস্ট করেন মানালি। ছবি: ইনস্টাগ্রাম।

পেশায় পরিচালক অভিমন্যু পরেছিলেন লাল পাঞ্জাবি। রেজিস্ট্রির পরে কালি লাগান আঙুল দেখিয়ে ছবি পোস্ট করেন মানালি। ছবি: ইনস্টাগ্রাম।

 *বিয়ের অতিথি তালিকায় ছিলেন শুধুমাত্র মানালির বাবা-দাদু এবং অভিমন্যুর বাবা। অভিমুন্যর মা মুম্বইতে। করোনার জন্য তিনিও উপস্থিত থাকতে পারেননি পারিবারিক অনুষ্ঠানে। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অতিথি তালিকায় ছিলেন শুধুমাত্র মানালির বাবা-দাদু এবং অভিমন্যুর বাবা। অভিমুন্যর মা মুম্বইতে। করোনার জন্য তিনিও উপস্থিত থাকতে পারেননি পারিবারিক অনুষ্ঠানে। ছবি: ইনস্টাগ্রাম।

 *২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। তবে সে বিয়ে স্থায়ী হয়নি। ছবি: ইনস্টাগ্রাম।

২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। তবে সে বিয়ে স্থায়ী হয়নি। ছবি: ইনস্টাগ্রাম।

 *বিবাহ বিচ্ছেদের পরে অভিমুন্যর সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব-প্রেম। এরপর আজ বিবাহ-বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম।

বিবাহ বিচ্ছেদের পরে অভিমুন্যর সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব-প্রেম। এরপর আজ বিবাহ-বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Abhimanyu Mukhopadhyay, #Manali Day, #Tollywood

আরো দেখুন