দেশ বিভাগে ফিরে যান

টার্গেট কি শুধুই বাংলা? ভোটার লিস্ট নিয়েও রাজনীতি মোদী সরকারের?

January 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কেন্দ্রের টাকা আটকে রেখে বাংলার বিরুদ্ধে কার্যত অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে মোদী সরকার, এমনই অভিযোগ রাজ্যের। বাংলার শাসক দল এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করে। তবে মোদী সরকারের টার্গেট যে বাংলা তা বেশ বোঝা যায় নানান ঘটনায়। রাজনীতি থেকে কেন্দ্রীয় প্রকল্প, প্রত্যেক ক্ষেত্রই কেন্দ্রের বিজেপি সরকারের আচরণ, সে প্রমাণ দিচ্ছে। এবার ভোটার তালিকার ক্ষেত্রেও মোদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা পরিলক্ষিত হচ্ছে।

নূন্যতম ত্রুটি নিয়েও, বাংলার বিরুদ্ধে কার্যত কড়া নির্বাচন কমিশন। দিল্লি থেকে পর্যবেক্ষক আসছে। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা বাংলায় আসবেন। শতকরা হিসেবে ত্রুটি মিলেছে ০.২ শতাংশ। তার জন্যেও পর্যবেক্ষক? উঠছে প্রশ্ন। এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছে বাংলার শাসক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #modi govt, #West Bengal, #Voter list

আরো দেখুন