চব্বিশে মহারণ! গেরুয়া নেতা-কর্মীদের ছুটি বাতিলের ফতোয়া
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তৃতীয়বারের জন্য ফিরতে মরিয়া মোদী। চারশো আসনের ডাক দেওয়া হচ্ছে। কিন্তু দলের অন্দরে চোরাস্রোত, কারণ ৪০০ আসনের টার্গেট পূরণ নিয়ে সংশয়ে বিজেপি। খোদ দলের নেতা-কর্মীরাই ভেবে পাচ্ছেন না কীভাবে লক্ষ্য পূরণ হবে। শোনো যাচ্ছে, দলে রিপোর্ট গিয়েছে লোকসভা ভোট ঘাড়ে নিঃশ্বাস ফেললেও গেরুয়া নেতাকর্মীদের একাংশ কার্যত ছুটির আমেজে ঘুরছেন। দিশাহারা হয়ে পড়েছে নেতৃত্ব। তাই বেনজির সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে চলেছে দিল্লির বিজেপি। দলের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে, লোকসভা ভোট পর্যন্ত কোনও ছুটি নেওয়া চলবে না। একেবারে শীর্ষস্তর থেকে নিচুতলা পর্যন্ত, এ নির্দেশ কার্যকর করার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব।
সাফ কথায়, লোকসভা ভোটকে কেন্দ্র করে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে বলছে পদ্ম শিবির। কোনও গা-ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে। বাংলা-সহ প্রত্যেক রাজ্য কমিটিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলেও জানা যাচ্ছে। লোকসভা ভোটের প্রাক্কালে নেতাকর্মীদের সাংগঠনিক ‘ফাঁকিবাজি’ আটকাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
প্রশ্ন উঠছে, সর্বস্তরে কি এই নির্দেশিকা মানা হবে? দিনরাত এক করে দলের কাজ করবেন তো
নেতাকর্মীরা? নজরদারি কি চলবে? গেরুয়া নেতা-কর্মীদের মনে ঘুরপাক খাচ্ছে এ’সব প্রশ্ন।