কলকাতা বিভাগে ফিরে যান

রূপান্তরকামী হওয়ার পথে আরও একধাপ, শংসাপত্র পেলেন বুদ্ধ-কন্যা

January 10, 2024 | < 1 min read

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা ভট্টাচার্য রূপান্তরকামী হওয়ার পথে একধাপ এগোলেন।

ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড সূত্রে কবর, রূপান্তরকামী হওয়ার জন্য যে অনুমোদন বা আইনি স্বীকৃতি প্রয়োজন, তিনি তা পেয়ে গেছেন।

সরকারি সেই পরিচয়পত্রটি হল একটি ‘ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড’। সেখানে তাঁর নাম— সুচেতন ভট্টাচার্য। অভিভাবক হিসেবে নাম রয়েছে বাবা বুদ্ধদেব ভট্টাচার্যের। লিঙ্গের কলমে লেখা— ‘ট্রান্সজেন্ডার’। ঠিকানা রয়েছে তাঁর বাবার বাসস্থান পাম অ্যাভিনিউয়ের।

নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে, এ ধরনের শংসাপত্র ইস্যু করেন বোর্ডের সদস্য সচিব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Suchetana Bhattacharya, #transgender development board, #transgender identity card

আরো দেখুন