দোরগোড়োয় লোকসভা ভোট, বঙ্গ BJP-র বর্তমান হালে অখুশি পর্যবেক্ষক?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় লোকসভা ভোট। বঙ্গে ফের আনাগোনা বাড়িয়েছেন শাহ-নাড্ডারা, মিটিং-মিছিল হচ্ছে কিন্তু বাংলায় পদ্মের দশা নিয়ে না-খুশ পর্যবেক্ষক। গত দেড় বছর বাংলায় বিজেপির ইনচার্জ হিসেবে কাজ করা কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে সাফ বলছেন, চব্বিশের জন্য এখনও প্রস্তুত নয় বঙ্গ বিজেপি। সোমবার নিউটাউনের এক হোটেলে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক এমন মন্তব্য করেন। কেবল তিনিই নন, বুথ পর্যায়ে পার্টির শক্তি নিয়ে খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন সংশয়ে।
মনে করা হচ্ছে, ভোটের মুখে আবারও বঙ্গ বিজেপির সাংগঠনিক দৈন্যদশা প্রকাশ্যে চলে এল। জানা গিয়েছে, ওই বৈঠকে দাবি করা হয় বাংলার ৬২ হাজার ২৮১টি বুথে অন্তত একজন করে বিজেপি কর্মী আছেন। এ তথ্য শুনে রাজ্য সভাপতি জানতে চান, কর্মীর পরিসংখ্যান কি সশরীরে পরোখ করা হয়েছে? রাজ্য নেতাদের উদ্দেশ্যে মঙ্গল পান্ডে বলেন, প্রস্তুতিতে খামতি রয়েছে। পরিকল্পনা না করলে লোকসভা ভোটে কাঙ্খিত আসনে জয় অধরাই থেকে যাবে। রাজ্যের শীর্ষ নেতারদের একাংশের সঙ্গে জেলা সভাপতিদের আঁতাঁত’ নিয়েও বৈঠকে সরব ছিলেন বিজেপির পর্যবেক্ষক।