রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী

January 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলা ভাষাকে এবার ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। তার পর তাঁর উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস নিয়ে গবেষণার জন্য সরকার একটি কমিটি তৈরি করেছিল। ভাষাবিদ, পণ্ডিত এবং আমলাদের নিয়ে গঠিত কমিটি একটা চার খণ্ডের গবেষণাপত্র তৈরি করেছে। সেই গবেষণা লব্ধ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হচ্ছে।

ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয় সেসব ভাষাকেই যা অত্যন্ত প্রাচীন। অন্তত আজ থেকে প্রায় ১৫০০ বা তারও বেশি বছর পুরনো, যাদের একটি বৃহৎ ও অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সাহিত্য আছে, এবং যাদের প্রাচীন সাহিত্যের ঐতিহ্য স্বাধীন ও স্বাবলম্বীভাবে গড়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলা ভাষা সুপ্রাচীন। গত আড়াই হাজার বছর ধরে এই ভাষার বিবর্তন হয়েছে। তাই বাংলাকে এবার ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bengali language, #classical language, #West Bengal

আরো দেখুন