প্রথম টি ২০-তে ৬ উইকেটে আফগান বধ টিম ইন্ডিয়ার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মোহালিতে প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান।
টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। ব্যাটিং করতে নেমে প্রথম উইকেটে ৫০ রান তোলে আফগান ওপেনাররা। ২৩ রান করে আউট হন গুরবাজ। সর্বোচ্চ ৪২ রান করেন নবি। আজমতুল্লা করেন ২৯ রান, অধিনায়ক ইব্রাহিম জাদরান করেন ২৫ রান। ১৯ রানে অপরাজিত থাকেন নজিবুল্লা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান করে আফগানিস্তান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। ১টি উইকেট নেন শিবম দুবে।
১৫৯ রান তাড়া করতে নেমে ০ রানের মাথায় অধিনায়ক রোহিত শর্মা রান আউট হন। ২৩ রান করে আউট মুজিবের বলে স্ট্যাম্প আউট হন শুভমন গিল। জীতেশ শর্মা ২০ বলে ৩১ রান করে আউট হন। অপরাজিত ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শিবম দুবে। ৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নেন মুজিব ও একটি আজমতুল্লা। ১-০ সিরিজে এগিয়ে গেল ভারত।