গঙ্গাসাগর মেলা: শনিবার দুপুর অবধি কতজন স্নান সারলেন?

শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই ভক্তরা স্নান করতে আরম্ভ করে দিয়েছেন। পুণ্যার্থীদের জন্য একাধিক বন্দোবস্ত করেছে সরকার।

January 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: PTI Photo/Swapan Mahapatra

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই ভক্তরা স্নান করতে আরম্ভ করে দিয়েছেন। পুণ্যার্থীদের জন্য একাধিক বন্দোবস্ত করেছে সরকার। রাজ্যের তরফে পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা, নিরাপত্তা, নজরদারি, পানীয় জল পরিষেবা থেকে শুরু করে উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। জানা যাচ্ছে, গঙ্গাসাগর মেলার বাজেট এবার ২৫০ কোটি টাকা, যা গতবারের তুলনায় একশো কোটি বেশি। মেলায় শনিবার দুপুর পর্যন্ত ৪৫ লক্ষ তীর্থযাত্রী স্নান সেরে বাড়ি ফিরেছেন বলে জানা যাচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, শনিবার পর্যন্ত দিল্লি ও রাজস্থাননিবাসী দু’জন তীর্থযাত্রী মারা গিয়েছেন। পাঁচজন অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়েছে। ৪১০ জন তীর্থযাত্রী, হারিয়ে গিয়েছিলেন। ৩৯৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগে ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen