খেলা বিভাগে ফিরে যান

সুপার কাপে পরপর দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, ২-১ হারাল শ্রীনিডিকে

January 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ভুবনেশ্বরে সুপার কাপে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও শ্রীনিডি ডেকান।

প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন মাহের। ফ্রি-কিকে গোলটি করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মাহের। ৩১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ এগিয়ে দেন Siviero।

৫৭ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন অজয় ছেত্রী। পায় শ্রীনিডি ডেকান ৯০+১ মিনিটে পেনাল্টিতে গোল করে ২-১ করেন উইলিয়াম। অবশেষে ২-১ গোলে শ্রীনিডি ডেকানকে হারায় লাল হলুদ শিবির। এই নিয়ে পরপর দুই ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

#super cup, #Kalinga, #Sreenidica Deccan, #East Bengal

আরো দেখুন