তথ্য যাচাই বিভাগে ফিরে যান

শাহজাত আলি কি শাহয়নবাগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?

August 16, 2020 | < 1 min read

দাবি

সম্প্রতি নিউজ এজেন্সি এএনআই একটি খবর পরিবেশন করে। সেখানে দাবি করা হয় যে, শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ শাহজাত আলি বিজেপিতে যোগদান করেছেন।

সংবাদমাধ্যমকে শাহজাত বলেন, “আমাদের ধর্মের লোকদের যে ধারণা বিজেপি আমাদের শত্রু। এই ধারণা ভুল প্রমাণ করতেই এই দলে যোগ দিয়েছি। আমরা দলের সাথে সিএএ-র বিষয়ে আলোচনায় বসব।”

এরপরই বিজেপি সমর্থকরা এটা প্রমাণ করতে উঠে পড়ে লাগে যে শাহিনবাগ আন্দোলনকারীরাও নিজের ভুল বুঝতে পেরে এখন বিজেপিকে সমর্থন করছে।

সত্যতা

শাহজাত আলি কখনোই শাহিনবাগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। বরং ২০১৯ সালে রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল নামক একটি সংগঠন দিল্লীর সম্পাদক পদে নিযুক্ত করে তাকে। এই রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল আসলে বিজেপিরই একটি শাখা সংগঠন।

আরটিআই কর্মী সাকেত গোখলে টুইট করে সেই প্রমাণ দিয়েছেন।

দেখুন সেই প্রমাণঃ

TwitterFacebookWhatsAppEmailShare

#Shaheen Bagh activist, #Shahzad Ali, #Fact Check

আরো দেখুন