অস্কারের অফিসিয়াল পেজে ‘রাজ -সিমরন’

অস্কারের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেখা মিলছে শাহরুখ-কাজল অভিনীত ছবির গান— ‘মেহেন্দি লাগাকে রাখনা’।

January 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নয়ের দশকের অন্যতম হিট ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, কাজল আর কিং খানের এই ছবি মুক্তির পর কেটে গিয়েছে তিন দশক। কিন্তু এক ফোঁটাও ভাটা পড়েনি জনপ্রিয়তায়। রাজ ও সিমরনের রোমান্সে আজও মুগ্ধ অনুরাগীরা। DDLJ-র উন্মাদনাকে আরও বাড়িয়ে দিল অস্কার কমিটি। অস্কারের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেখা মিলছে শাহরুখ-কাজল অভিনীত ছবির গান— ‘মেহেন্দি লাগাকে রাখনা’। কিং খানের অনুরাগীরা যা দেখে রীতিমতো ফুটছে। তাঁরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ।

পাশাপাশি মনোজ বাজপেয়ি অভিনীত ‘জোরাম’ ছবির মুকুটে জুড়ে গেল নতুন পালক। গত বছরে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে ভাল ফল না করলেও, তাবড় সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সমকালীন রাজনীতি ও এক বাবার সংগ্রামকে তুলে ধরা হয়েছে ছবিতে। এবার অস্কার লাইব্রেরিতে স্থান পেল ‘জোরাম’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন