রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদার দাবিতে গবেষণাপত্র-সহ কেন্দ্রকে চিঠি রাজ্যের

January 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আবেদন করছে বাংলা। একই দাবিতে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রামাণ্য গবেষণাপত্র-সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেওয়া হল রাজ্যের তরফে।

বিগত সপ্তাহেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, তামিল, সংস্কৃত, তেলেগু, মালয়ালাম, ওড়িয়া ইত্যাদি ভাষাগুলো ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে।আড়াই হাজার বছর ধরে বাংলা ভাষার বিবর্তন হয়েছে। প্রামাণ্য গবেষণা করে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানোর কথাও সেদিন জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, বাংলাকে ক্লাসিক্যাল ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছেন তিনি।

সেই সাংবাদিক সম্মেলনের পাঁচ দিনের মাথায় চার খণ্ডের গবেষণাপত্র নিয়ে ফের নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চার খণ্ডে গবেষণাপত্র দেখানো হবে। বাংলার আড়াই হাজার বছরের ধ্রুপদী ভাষা, গবেষণাপত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে। বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#centre, #Bengal govt, #modi govt, #classical language, #West Bengal, #bengali language

আরো দেখুন