হকিতে ইতালিকে হারিয়ে Paris Olympics-র পথে আরও একধাপ এগোল ভারতের মেয়েরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিক্সের রাস্তা আরও সুগম করলে ভারতের মহিলা হকি খেলোয়াড়রা। মঙ্গলবার ঘরের মাঠে রাঁচিতে ইতালিকে ৫-১ গোলে হারিয়ে অলিম্পিকের কোয়ালিফায়ারের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে আমেরিকার কাছে হারার পরেও দুরন্ত কামব্যাক করে, পরপর দুটি ম্যাচ জিতে নিয়েছে ভারতের মহিলা হকি দল।
প্যারিস অলিম্পিকে হকির কোয়ালিফায়ারের কোয়ার্টার ফাইনালে রাঁচির মারাঙ্গ গোমকে জয়পাল সিং অ্যাস্টোটার্ফে মুখোমুখি হয়েছিল ভারত ও ইতালির মেয়েরা। ৫-১ গোলের ব্যবধানে ইতালির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন ভারতীয় খেলোয়াড়রা। খেলা শুরুর এক মিনিটের মধ্যেই গোল করেন ভারতের উদিতা। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৪১ মিনিটে গোল করেন দীপিকা। এরপর ৪৫ মিনিটে গোল করেন সালিমা টেটে। ৫৩ মিনিটে ভারতের চতুর্থ গোলটি করেন নবনীত কৌর। ৫৫ মিনিটের মাথায় উদিতা, তাঁর দিনের দ্বিতীয় গোল করেন। ম্যাচের ৬০ মিনিটে ইতালির হয়ে একমাত্র গোলটি করেন ক্যামিলা মাচিন।
টানা দুই ম্যাচ জিতে, ভারত নিজের পুলে দ্বিতীয় স্থানে শেষ করে সেমিফাইনালে পৌঁছল। সেমিফাইনালে ভারত জার্মানির মুখোমুখি হবে।