রাজ্য বিভাগে ফিরে যান

মকরের পরদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, কোথায় রয়েছে এমন রীতি?

January 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাধারণত মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে আম বাঙালি কিন্তু ব্যতিক্রম রয়েছে পূর্ব বর্ধমানে। মকর সংক্রান্তির পরদিন অর্থাৎ পয়লা মাঘ পূণ্যস্নান ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন হাজার হাজার আদিবাসী। পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরের ‘তেলকুপি গয়া ঘাটে’ এ দৃশ্য দেখা যায়। তর্পণ সেরে তেলকুপি ঘাটের মারাংবুরু মন্দিরে পুজোও দেন তাঁরা।

বাংলার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার ও ওডিশার বহু পূণ্যার্থী তেলকুপি গয়া ঘাটে আসেন। গঙ্গাসাগরের মতো এখানেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের কাছে গঙ্গা সবথেকে পবিত্র। কিন্তু সুপ্রাচীন কাল থেকে দামোদরকেই পবিত্র জলাশয় হিসাবে মনে করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দামোদরের তেলকুপি গয়া ঘাট আদিবাসী সম্প্রদায়ের কাছে তীর্থভূমি। প্রতিবছর আদিবাসীরা ১লা মাঘ দামোদরের তেলকুপি গয়া ঘাটে পূণ্যস্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারেন।

আদিবাসী পুরুষ ও মহিলারা ধর্মীয় আচার ছেড়ে দামোদরের চরে নাচ গানে মাতে। বালির চরেই রান্না করে সপরিবার খাওয়া-দাওয়া করা হয়। মেলাও বসে।

TwitterFacebookWhatsAppEmailShare

#fore fathers, #telkupi gaya ghat, #West Bengal, #Makar

আরো দেখুন