প্রসূতি ও শিশু চিকিৎসায় কৃতিত্বের জন্য কেন্দ্রের স্বীকৃত পেল NRS, BCRoy ও RGKar
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যের চিকিৎসা ব্যবস্থার মুকুটে যুক্ত হল নতুন পালক। প্রসূতি ও শিশু চিকিৎসায় কৃতিত্বের কারণে বাংলার এনআরএস এবং আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল যথাক্রমে কেন্দ্রের ‘লক্ষ্য’ এবং ‘মুসকান’ শংসাপত্র পেল। ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতাল শিশু চিকিৎসায় ‘মুসকান’ শংসাপত্র পেয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর এলএস চাংসান চিঠি দিয়ে এই শংসাপত্র প্রাপ্তির খবর জানিয়েছেন।
তিনটি হাসপাতালের মধ্যে প্রাপ্ত নম্বরের নিরিখে শীর্ষে এনআরএস। পেডিয়াট্রিক আউটডোর, ওয়ার্ড, এসএনসিইউ ইত্যাদির পরিষেবা কেমন? তা যাচাই করেন মুসকান শংসাপত্র দেন কেন্দ্রের পরিদর্শকরা। প্রসূতিদের লেবার রুম ও মেটারনিটি অপারেশন থিয়েটার ইত্যাদি পরখ করে লক্ষ্য শংসাপত্র দেওয়া হয়। এনআরএস মুসকান-র সূচকগুলিতে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। লক্ষ্য-র ক্ষেত্রে লেবার রুম ও মেটারনিটি ওটিতে যথাক্রমে ৯৩ শতাংশ এবং ৯১ শতাংশ নম্বর পেয়েছে। তিন ক্ষেত্রে আরজিকর-র প্রাপ্ত নম্বর ৯৬, ৯২ এবং ৯২ শতাংশ।