কলকাতা বিভাগে ফিরে যান

বইমেলায় রিকশ! জানেন কোথায় দেখা মিলবে?

January 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বইমেলায় দেখা মিলবে রিকশর! তবে তা চড়ার জন্য নয়। বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে রিকশ প্রদর্শিত হবে। সম্প্রতি বাংলাদেশের ঢাকার রিকশ ও রিকশচিত্র ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন সেজে উঠেছে রিকশচিত্রে।

গ্রাম বাংলা, প্রকৃতি থেকে আরম্ভ করে গ্রামীণ চালচিত্র-সহ নানা ধরনের ছবি আঁকা থাকে
রিকশর পিছনের অংশে। শিল্পীর তুলির টানে সেজে ওঠে ছবি। প্যাভিলিয়নের থিম হিসেবে তুলে ধরা হচ্ছে সেই সব। আসল রিকশও থাকবে। পাখি ও প্রকৃতির ছবি দেখতে পাবেন বইপ্রেমীরা।

জানা যাচ্ছে, ১২টি সরকারি ও ৩৩টি বেসরকারি প্রকাশনা মিলিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে এবার ৪৫টি বইয়ের স্টল থাকছে, মিলবে নতুন প্রকাশিত তিন হাজার বই। বাংলাদেশ দিবসের দিন কথাসাহিত্যিক, গল্পকার ও প্রাবন্ধিক মঞ্জুল ইসলামের মেলায় উপস্থিত থাকার কথা। বাংলা আকাডেমির মহা পরিচালক কবি মহম্মদ নুরুল হোদা, সাহিত্যিক সাদাত হোসেন, কবি মিনার মনসুর, লেখক রামেন্দ্র মজুমদার-সহ অনেকেই থাকবেন এবারের মেলায়। বাংলাদেশ দিবসে আসবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রতিবারই কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে পাঠকদের ভিড় উপচে পড়ে। এবারেও অন্যথা হবে না বলেই আশা প্রতিবেশী দেশের প্রকাশকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata International Book fair, #boimela, #Kolkata boimela, #kolkata book fair 2024, #Kolkata

আরো দেখুন