করোনা আক্রান্ত প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি

এদিন রাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে বর্তমানে তাঁর শ্বাসকষ্ট বা অন্য কোনও উপসর্গ নেই।

August 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির করোনা সংক্রমণ ধরা পড়েছে। কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর তাঁর লালার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার গভীর রাতে প্রাক্তন মন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। সোমবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। কৃষ্ণেন্দু নারায়ণবাবুর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁর অনুগামী ও দলীয় কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ দিন থেকে জ্বরে ভুগছিলেন তিনি। দু’দিন থেকে কাশি শুরু হয়। তারপরই কৃষ্ণেন্দু নারায়ণবাবু লালার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। ১৬ অগাস্ট মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি লালা দেন। এদিন রাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে বর্তমানে তাঁর শ্বাসকষ্ট বা অন্য কোনও উপসর্গ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen