দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

প্রয়াত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস

August 17, 2020 | < 1 min read

করোনার সঙ্গে লড়াই করে আর বাড়ি ফেরা হল না এগরার বিধায়ক সমরেশ দাসের (Samaresh Das)। কলকাতার এক বেসরকারি হাসপাতালে জীবনযুদ্ধ শেষ হয় তাঁর। সোমবার ভোর চারটে পনেরো নাগাদ মৃত্যু হয় তাঁর। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

বেশ কয়েকদিন আগে বিধায়ক সমরেশ দাসের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বয়সজনিত কারণে এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকায় তাঁকে প্রথমে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পাঁশকুড়ার হাসপাতালের চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেই অনুযায়ী তাঁকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, কো-মরবিডিটির কারণে করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। আর সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল চিকিৎসকদের কাছে। তারপর কলকাতার এক বেসরকারি হাসপাতালেও স্থানান্তরিত করা হয় তৃণমূল বিধায়ককে। তবে আশঙ্কাই যেন সত্যি হল। সোমবার ভোর চারটে পনেরো নাগাদ সকলকে ছেড়ে অমৃতলোকের পথে পাড়ি দিলেন এগরার বিধায়ক। সমরেশবাবু এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন। বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতিও ছিল তাঁর। বিধায়কের মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিজন থেকে অনুগামী সকলেই। 

এর আগে করোনায় মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক কালীঘাটের বাসিন্দা তমোনাশ ঘোষের।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও করোনা আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরে কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল করোনা পরীক্ষা হয়। রিপোর্ট পজিটিভ আসে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #MLA, #Samaresh Das

আরো দেখুন