কলকাতা বিভাগে ফিরে যান

এবার মেডিক্যাল কলেজের ইতিহাস উঠে আসবে লাইন অ্যান্ড সাউন্ড শো’তে

January 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:১৯০তম বছরে পা দিতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ, এশিয়ার প্রাচীনতম চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস উঠে আসবে লাইন অ্যান্ড সাউন্ড শো’তে।

তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্কের হাত ধরে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল দেশের প্রথম মেডিক্যাল কলেজ ‘ক্যালকাটা মেডিক্যাল কলেজ’। দিনটা ছিল ১৮৩৫ সালের ২৮ জানুয়ারি, বুধবার। তারপর ১৮৯ বছরের সফর। এবার সেই ঘটনাই আলো-ধ্বনির মাধ্যমে জীবন্ত হয়ে উঠবে। তুলে ধরা হবে আজকের প্রজন্মের কাছে।

আগামী ২৯ জানুয়ারি মেডিক্যাল কলেজের ১৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রাক্তনীরা এক অভিনব স্মৃতিচারণার আয়োজন করেছেন। চিত্রনাট্য, ভাষ্য পাঠ, আলো, শব্দ সব মিলিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। ১০-১২ মিনিটের শো হবে।

বিধানচন্দ্র রায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, নীলরতন সরকার, রাধাগোবিন্দ কর, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, বিধুমুখী বসুর মতো প্রাক্তনী থেকে শুরু করে মধুসূদন গুপ্তর শব ব্যবচ্ছেদ, ক্লাস শুরু হওয়ার কাহিনি তুলে ধরা হবে আলো-ধ্বনির মাধ্যমে। মনে করা হচ্ছে, বর্তমান প্রজন্মের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে এই নিবেদন।

TwitterFacebookWhatsAppEmailShare

#National medical College, #Light and Sound Show, #History

আরো দেখুন