রাজ্য বিভাগে ফিরে যান

করণদিঘির আদিবাসীপাড়ায় চলছে সহরাই বাঁদনা পরব

January 22, 2024 | < 1 min read

সহরাই বাঁদনা পরব, প্রতীকী ছবি

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: করণদিঘির আদিবাসীপাড়ায় রীতিমতো সহরাই বাঁদনা পরব পালনের ধুম পড়ে গিয়েছে। দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর দিন থেকেই সহরাই বাঁদনা পরব উৎসবের শুরু হয়। দু’মাস ধরে চলে পরব। করণদিঘির আদিবাসী গ্রামগুলিতে পাঁচ-সাত দিন ধরে চলে সহরাই বাঁদনা। কৃষিজীবী আদিবাসী সমাজে গোরুর পুজো নিয়েই এই উৎসব।

করণদিঘি বালিয়া আদিবাসী গ্ৰাম-সহ নাকোল, খেমপুর, বেতনা, কামাত সহ বেশ কয়েকটি আদিবাসী গ্ৰামে সহরাই বাঁদনা পরব হয়। করণদিঘির এক একটি গ্রামের মোড়ল, সংশ্লিষ্ট গ্রামের উৎসবের দিন ঠিক করে দেন। আদিবাসী মহিলারা, নিজেদের মাটির ঘর রাঙিয়ে তোলেন। বাড়ির পুরুষরা গোরুর সেবাযত্ন করেন। আদিবাসীদের ঘরে ঘরে অমাবস্যার দিন বিকেল থেকে গোরু-বলদকে গোয়ালে বেঁধে পুজো করা হয়। সারারাত ধরে গোরু জাগানোর গান বাজনা চলে। অমাবস্যার রাতে দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে গোরু জাগানো গান করেন পুরুষরা। ধামসা-মাদলের তালে তালে নাচ-গান চলে।

গ্রামের মাঠে খুঁটির সঙ্গে গোরুকে বেঁধে, লাল কাপড় নিয়ে তাদের দিকে এগিয়ে যান আদিবাসী পুরুষরা। গোরু খুঁটি ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। জামাইষষ্ঠীর মতোই সহরাই উৎসবেও আদিবাসী পরিবারের মেয়ে-জামাইকে আমন্ত্রণ জানানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kudmi Community, #Sohrai Bandana Parab, #adivasi

আরো দেখুন