নীল ছবির রানি থেকে রেস্তোরাঁর মালকিন, সানি লিওনের পরবর্তী ইচ্ছে কী?

নিজেকে প্রমাণ করার জন্য অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। তার পরেই তাঁর জীবনে এসেছে আমূল পরিবর্তন।

January 22, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সানি লিওনের মুকুটে যুক্ত হল নয়া পালক। নীল ছবির ছবির রানি, বলি অভিনেত্রী, উদ্যোক্তা থেকে এখন স্বপ্নের রেস্তোরাঁর মালকিন তিনি। নিজেকে প্রমাণ করার জন্য অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। তার পরেই তাঁর জীবনে এসেছে আমূল পরিবর্তন।

শনিবার রাতে নয়ডাতে সানি তাঁর স্বপ্নের রেস্তোরাঁ চালু করেন, যার নাম চিকালোকা। দ্বিতল এই রেস্তোরাঁটি এনে দেয় অভিনেত্রীর বর্ণাঢ্য জীবনের ঝলক।

৪২ বছর বয়সী এই তারকার রেস্তোরাঁ উদ্বোধনের সময় পাশে ছিলেন তাঁরর স্বামী ড্যানিয়েল ওয়েবার।

সানির পরবর্তী ভাবনা কী? সংবাদ মাধ্যমে এই প্রশ্নের উত্তরে সানির স্পষ্ট জবাব, ‘বিশ্বজয় করতে।’

তিনি মনে করেন বিনোদনকারীদের নিজেদের সীমাবদ্ধ না রেখে পরিবর্তে তাদের ব্র্যান্ডের মান প্রসারিত করা উচিত। তাই ব্যবসায় বিনিয়োগ বা বিনিয়োগ করার জন্য উপযুক্ত ব্যবসা খুঁজে বের করার কথা তিনি ভাবছেন।

অভিনেত্রী আরও জানিয়েছেন যে, তিনি মনে করেন বিনোদনকারীদের কেবল চলচ্চিত্র এবং টিভি শোতে থেমে থাকলে চলবে না। তাদের অবশ্যই সাহস নিয়ে চলা উচিত এবং নতুন জিনিস চেষ্টা করা উচিত যাতে তাদের বিভিন্ন উপায়ে নিজেদের ব্র্যান্ডকে প্রসারিত করতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen