সাইবার ক্রাইমে জামতাড়াকেও পিছনে ফেলে দিয়েছে দেওঘর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়েব সিরিজের দৌলতে দেশজুড়ে পরিচিতি পেলেও, দীর্ঘ দশ বছর ধরে রাজ করার পর দেশে সাইবার ক্রাইমের সাম্রাজ্য থেকে সিংহাসনচ্যুত জামতাড়া। এখন জামতাড়াকে পিছনে ফেলে দিয়েছে দেওঘর। ঝাড়খণ্ডের এই জেলা বর্তমানে সাইবার অপরাধীদের নতুন ‘হাব’-এ পরিণত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। এখান থেকেই জালিয়াতদের ফোন যাচ্ছে পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন প্রান্তে। গায়েব হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই তথ্য হাতে আসায় চিন্তা বেড়েছে রাজ্য পুলিসের কর্তাদের।
সম্প্রতি জামতাড়া নেমে গিয়েছে সাইবার ক্রাইমের তালিকার পঞ্চম স্থানে। সারা দেশের সাইবার ক্রাইমের হিসেব একত্র করে আইআইটি কানপুরের সহায়তায় একটি বেসরকারি সংস্থা সম্প্রতি এই সমীক্ষার কাজ করেছে। সেখানে এই তথ্য ধরা পড়ে। এবার জামতাড়াকে পিছনে ফেলে দিয়েছে দেওঘর।
২০২২ এবং ২০২৩ সালে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সিম ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে তারা যা নথি পেয়েছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের রিপোর্টে ১৫ হাজারেরও বেশি সিমকে চিহ্নিত করা হয়েছে। যেগুলি ব্যবহার করে সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। এরমধ্যে দশ হাজারের উপর সিম তোলা হয়েছে শুধু দেওঘর থেকে। ভুয়ো নথি ব্যবহার করে এগুলি তুলেছে জালিয়াতরা। দেওঘরের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছ থেকে নথি নিয়ে তাঁদের নাম করে সিম তোলা হয়েছে। এই সব নম্বরের কল লিস্ট থেকে যে টাওয়ার লোকেশন মিলেছে, তা থেকে বিশ্লেষকরা জেনেছেন, আউটগোয়িং কল করা হয়েছে দেওঘরে বসে। তাদের ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বই, তামিলনাডু, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যের মানুষ। কলের নিরিখে জামতাড়াকে ছাপিয়ে গিয়েছে তারা। এখান থেকেই গোয়েন্দারা নিশ্চিত হন, সাইবার অপরাধীদের নতুন ডেরা এখন দেওঘর। জামতাড়া গ্যাং সহ বিভিন্ন রাজ্য থেকে সাইবার অপরাধীরা সেখানে গিয়ে ভিড় জমিয়েছে।