বইপ্রেমীদের ভিড়ে হিট বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব, দেদার বিকোচ্ছে বই
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভিড়ে জমে উঠেছে হলদিয়া বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব, দ্বিতীয় দিনেই কার্যত হিট মেলা। সুতাহাটার আজাদ হিন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে বইমেলার স্টলে স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। কয়েক ঘণ্টাতে লক্ষাধিক টাকার বই বিক্রি হল। বই ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। খ্যাতনামা পাবলিশার্সের পাশাপাশি পুরনো বইও রয়েছে মেলায়। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্য বই মিলছে আকর্ষণীয় ছাড়ে। ইংরেজি বইয়ের প্রকাশনা স্টলেও উপচে পড়েছিল ভিড়। বিক্রেতারাও বলছেন, মূলত বাংলা ক্লাসিক বইয়ের প্রতি ঝোঁক বেশি।
স্থানীয়দের বক্তব্য, কলকাতা বইমেলায় দূরত্বের জন্য যাওয়া হয় না। বাড়ির কাছে বইমেলা হওয়ায় সুযোগ রয়েছে। বইমেলার সঙ্গে লোকসংস্কৃতির অনুষ্ঠানেও ভিড় জমছে। বইমেলার সঙ্গে হস্তশিল্পের, কারুশিল্পের, পটশিল্পের মেলা, লোকসংস্কৃতি উৎসবকে আলাদা মাত্রা দিয়েছে। নামী শিল্পীদের গান শুনছেন মানুষজন। রয়েছে শিশুমেলা। সেখানে প্রতিদিন স্কুল পড়ুয়াদের গল্পপাঠ, ক্যুইজ, বিজ্ঞান আলোচনা ও ম্যাজিকের ব্যবস্থা রাখা হচ্ছে। মেলা কমিটি প্রতিদিন স্কুল পড়ুয়াদের পাঠের জন্য গল্প বই উপহার দিচ্ছে। পড়ুয়াদের নিয়ে গল্প বলা প্রতিযোগিতাও হবে।
পাশাপাশি সাতদিনের যাত্রা উৎসব হচ্ছে। গতকাল নেতাজিকে নিয়ে বিশেষ আলোচনাও হয়েছে। ২৫ জানুয়ারি কল্যাণ সেন বরাট পরিচালিত ‘আলিবাবা চল্লিশ চোর’ অনুষ্ঠিত হবে। ২৭ জানুয়ারি উৎসব প্রাঙ্গণে গণবিবাহের আয়োজন করা হয়েছে, ৫০ জোড়া পাত্রপাত্রীর বিয়ে হবে বলে জানা গিয়েছে।