আজ সূচনা আন্তর্জাতিক গোঁসাই পরবের, বাউল-ফকিরের গানে মাতবে আরামবাগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বুধবার থেকে আরামাগ শহরে আরম্ভ হচ্ছে আন্তর্জাতিক গোঁসাই পরব। বাউল-ফকিরের গানে মাতবে তেঘরি মাঠ। ২৪ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব, সহজিয়ার সুর ‘তন্ত্রমন্ত্র করে দেখেছি তার ভিতরে তুমি নাই’ থিমে গ্ৰামবাংলার আদলে সেজে উঠেছে মাঠ। জাতি, ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানানো হয়েছে।
এবারেও মেলা প্রাঙ্গণে সোনাঝুড়ির হাট বসছে। গোটা বাংলার প্রায় একশোর বেশি হস্তশিল্পী তাঁদের হাতের তৈরি জিনিস নিয়ে মেলায় বসবেন। পুরুলিয়ার মুখোশ, বীরভূমের কাঁথাস্টিচ, রায়গঞ্জের বাঁশের কাজ, পূর্ব বর্ধমানের কাঠ পুতুল, বাঁকুড়ার বালুচরি, টেরাকোটার জিনিস মিলবে। সাধন দরবেশ মঞ্চে মূল অনুষ্ঠান হবে। মাঠ প্রাঙ্গণের আখড়ায় বাউল ফকিরদের গান শোনা যাবে। আরামবাগের বাউলশিল্পী অনন্ত দাস গোঁসাই, বীরভূমের জয়দেব কেন্দুলির অনাথবন্ধু ঘোষ, মুর্শিদাবাদের খোদাবক্স ফকির, নদীয়ার ইলা মা, বর্ধমানের কৃষ্ণদাস বৈরাগ্য, বাংলাদেশের টুটুল ভেঁড়ো, জাপানের মাকু কাজুমি, কানকো সিমুজি প্রমুখের মতো শিল্পীরা গান গাইবেন।
গোঁসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।
আবহমান কাল যাবৎ বাউল-ফকিররা সম্প্রীতির কথা বলে চলেছেন। গোঁসাই পরবের হাত ধরে সর্বস্তরে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। শহরের বাসিন্দাদের মধ্যেও গোঁসাই পরবে ঘিরে আগ্রহ চোখে পড়ছে।