মাধ্যমিকের বাকি সাত দিন! কিন্তু কেন অ্যাডমিট নিচ্ছে না কিছু স্কুল?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মাধ্যমিক শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি, ২২ জানুয়ারি থেকে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। পরীক্ষার আর সাত দিন বাকি কিন্তু সামনে এল অবাক করা তথ্য। এখনও বহু স্কুল অ্যাডমিট কার্ড নিতেই আসেনি। কারণ হিসেবে উঠে আসছে, পর্ষদে হলফনামা জমা দিতে নারাজ স্কুলের প্রধান শিক্ষকরা। পরীক্ষার প্রাক্কালে পর্ষদও বেকায়দায় পড়েছে। পাঁচ-ছ’হাজার ছাত্রছাত্রীর মাধ্যমিকে বসা ঘিরে কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মোট ৫৩টি স্কুল অ্যাডমিট কার্ড নিতে আসেনি। কলকাতা রিজিয়নের ৩৭টি স্কুলও রয়েছে। এছাড়া মেদিনীপুর রিজিয়নের সাতটি, বর্ধমান রিজিয়নের আটটি, উত্তরবঙ্গ রিজিয়ন থেকে একটি স্কুল, অ্যাডমিট নিতে কোনও প্রতিনিধি আসেননি। কেন এমনটা হচ্ছে? পর্ষদ জানিয়েছিল, অ্যাডমিট নেওয়ার দিন স্কুলগুলিকে ১০ টাকার স্ট্যাম্প পেপারে একটি ঘোষণাপত্র বা হলফনামা দিতে হবে। হলফনামায় স্কুল ঘোষণা করবে, ২০২৫ সালের মাধ্যমিকে বসতে চলা সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। প্রধান শিক্ষককেই তা লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যা ঘিরে প্রধান শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। প্রধান শিক্ষকদের বক্তব্য, হলফনামা দিতে বলা অবমাননাকর। বহু পড়ুয়া স্কুলের সঙ্গে যোগাযোগই রাখে না। বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায় না। সেক্ষেত্রে সবার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলে ঘোষণা করা সম্ভব নয় বলেই মত প্রধান শিক্ষকদের। অনেকেই জানিয়েছিলেন, হলফনামা তাঁরা দেবেন না। পর্ষদের যুক্তি, ছাত্রছাত্রীদের স্বার্থেই এমনটা করা। যাতে পরীক্ষার প্রাক্কালে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ডের জন্য পরীক্ষার্থীরা সমস্যায় না পড়ে।