দেশ বিভাগে ফিরে যান

এইমসে বন্ধ হচ্ছে নগদ লেনদেন, মার্চ থেকেই নতুন নিয়ম

January 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নানা সময় অভিযোগ ওঠে রোগীর পরিবার থেকে বেশি টাকা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবার অনেক সময়ল রোগীর পরিবারও হাসপাতালের বিল না মিটিয়েই চলে যাচ্ছেন। এবার এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে স্মার্ট কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন শুরু করতে চলেছে দিল্লি এইমস।

এইমস জানিয়েছে ৩১ মার্চ, ২০২৪ সালের মধ্যে সমস্ত আর্থিক লেনদেনের বিভাগ গুলিতে স্মার্ট কার্ড সিস্টেম চালু করা হবে। আর নগদে লেনদেন হবে না। ইমস স্মার্ট কার্ড টপ আপ কাউন্টার ছাড়া আর কোনও কাউন্টারেই নগদ লেনদেন হবে না। জানানো হয়েছে, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়া, একমাত্র এইমস স্মার্ট কার্ড দিয়েই পেমেন্ট সম্পন্ন করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cash Payments, #delhi, #AIIMS, #smart card, #new rules

আরো দেখুন