ক্রীড়াজগৎ থেকে পদ্মশ্রী পেলেন কারা? দেখে নিন

২৫ জানুয়ারি ঘোষিত হয়েছে পদ্মশ্রী প্রাপকদের নাম।

January 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৫ জানুয়ারি ঘোষিত হয়েছে পদ্মশ্রী প্রাপকদের নাম। ক্রীড়াজগৎ থেকে পদ্মশ্রী পাচ্ছেন এক ঝাঁক ক্রীড়া ব্যক্তিত্ব। পদ্মশ্রী সম্মানে সম্মানিত হতে চলেছেন ৪৩ বছরের টেনিস তারকা রোহন বোপন্না। মহিলা স্কোয়াশ তারকা জ্যোৎস্না চিনাপ্পাও পদ্মশ্রী পাচ্ছেন। এছাড়াও পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন কোচ বিশ্বনাথ দেশপাণ্ডে, কোচ গৌরব খান্না, কোচ হরবিন্দর সিং, অ্যাথলিট সতেন্দ্র সিং লোহিয়া এবং প্রাক্তন ক্রীড়াবিদ ও কোচ পূর্ণিমা মাহাতো।

ফি বছর মার্চ অথবা এপ্রিল নাগাদ রাষ্ট্রপতি ভবন থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রাপকদের হাতে পদ্ম পুরস্কার তুলে দেওয়া হয়। খোদ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেন প্রাপকরা।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছেন বোপন্না। শনিবার ম্যাথিউ এবডেনের সঙ্গে জুটিতে ফাইনালে নামবেন তিনি। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ পেতে পারেন বোপন্না। ইতিমধ্যেই ডাবলসে সবচেয়ে বেশি বয়সে বিশ্বের এক নম্বর হওয়ার রেকর্ড গড়েছেন ভারতীয় টেনিস তারকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen