খেলা বিভাগে ফিরে যান

১২ বছরের খরা কাটিয়ে রবিবার ট্রফি জিততে মরিয়া ইস্টবেঙ্গল

January 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঁচবছর পরে আবারও সুপার কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর ফের কোনও সর্বভারতীয় ট্রফি জয় থেকে আর একধাপ দূরে দাঁড়িয়ে লাল-হলুদ শিবির। রবিবার ফাইনালে তারা মুখোমুখি হবে ওড়িশা এফসি-র।

খেতাব জয়ের এত কাছে এসে আর খালি হাতে ফিরতে নারাজ লাল-হলুদ অনুরাগীরা। জামশেদপুর ম্যাচের নায়ক হিজাজিও সমর্থকদের ট্রফি উপহার দিতে চান। তাঁর কথায়, ‘দীর্ঘদিন ট্রফি জেতেনি ক্লাব। ফাইনালে সেই আক্ষেপ মেটাতে চাই। কোনও প্রতিপক্ষই সহজ নয়। তবে আমরা সেরাটা মেলে ধরার ব্যাপারে আশাবাদী।’ নিজের গোল প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘লাল-হলুদ জার্সিতে এটা আমার দ্বিতীয় লক্ষ্যভেদ। ভালো লাগছে। তবে প্রাথমিক দায়িত্ব অবশ্যই রক্ষণ সামলানো। তার জন্য আরও নিখুঁত হতে হবে।’

ফাইনালের টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ডার্বির মতোই ইস্টবেঙ্গলের প্রচুর সমর্থক ম্যাচ দেখতে যাবেন বলে মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গলের কোচ অবশ্য স্পষ্ট বলে দিয়েছেন, তাঁদের পাখির চোখ ট্রফিই। বুধবার ম্যাচের শেষে সন্তুষ্ট কুয়াদ্রাত বলেন, ‘‘ছেলেরা পরিশ্রম করেছে। তার ফল পাচ্ছে। গোল পেলে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ে। ফাইনালের আগে এটা গুরুত্বপূর্ণ। সব বিভাগই ভাল খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেয়নি। দলের খেলায় আমি খুশি। যদিও আমাদের কাজ এখনও শেষ হয়নি।’’
এদিকে, ইস্ট বেঙ্গল কোচকে স্বস্তি জুগিয়ে শুক্রবারই জাতীয় শিবির থেকে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাওরেম মহেশ সিং ও লালচুংনুঙ্গা। ফলে ফাইনালের আগে বিকল্প বাড়ল কুয়াদ্রাতের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kalinga Super Cup, #East Bengal, #Odisha FC

আরো দেখুন