রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে আবার বৃষ্টি? রইল আবহাওয়ার আপডেট

January 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার চাদরে ঢাকা। বেলার দিকে রোদ ঝলমল আকাশের সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়বে দু-তিন ডিগ্রি। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

তবে আপাতত আগামী তিন দিন মনোরম পরিবেশ থাকবে বাংলায়। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত তিন দিন এমনই আবহাওয়ায় থাকবে বলে অনুমান হাওয়া অফিসের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Update

আরো দেখুন