বিবিধ বিভাগে ফিরে যান

মাঘ মাসে কেন কল্পবাস পালন করা হয়?

January 28, 2024 | < 1 min read

মনে করা হয়, নারায়ণ, সূর্য দেবতার আরাধনা করলে এবং মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান করলে পাপ নাশ হয়। ছবি সৌজন্যে: India TV News

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাঘ মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসটিতে বিষ্ণু, শ্রীকৃষ্ণ, সূর্য এবং গঙ্গা নদীকে পুজো করা হয়। মনে করা হয়, নারায়ণ, সূর্য দেবতার আরাধনা করলে এবং মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান করলে পাপ নাশ হয়। এই মাসে কল্পবাস প্রথা পালন করার রীতি রয়েছে।

ফি বছর মাঘে প্রয়াগরাজের ত্রিবেণীর সঙ্গমে মাঘ মেলা বসে। সঙ্গমের তীরে কল্পবাস করা হয়। গৃহস্থরা সহজসরল সন্ন্যাস জীবনযাপন করেন এই সময়টাতে। গোটা মাঘ মাস যাবৎ ঈশ্বরের পুজোয় ব্যস্ত থাকেন। মনে করা হয়, কল্পবাস পালন করতে জীবনে সুফল মিলতে পারে।

চলতি বছরের ২১ জানুয়ারি থেকে মাঘ মাস শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গোটা এক মাসজুড়ে কল্পবাস পালিত হয়। এই সময়টাতে প্রতিদিন গঙ্গায় স্নান করা, শ্রীকৃষ্ণকে হলুদ ফুল নিবেদন করা হয়। বিষ্ণু ও সূর্য দেবতার পুজো করেন ভক্তরা। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী অভাবীকে দানও করা হয়। মাঘের অমাবস্যা ও মাঘী পূর্ণিমায় স্নান ও দান করা হয়, মনে করা হয় এতে মঙ্গল হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Magh Month, #Ganga Snan, #Kalpabas

আরো দেখুন