প্রযুক্তি বিভাগে ফিরে যান

নয়া ফিচার আনছে Gmail? কী সেটা?

January 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় ইমেল মাধ্যম হল জিমেল, এবার গুগল জিমেলকে আরও জনপ্রিয় করে তুলতে একের পর এক নয়া ফিচার আনতে চলেছে। ভয়েস নোটের মতো কোনও প্রযুক্তি ব্যবহার করে, ই-মেল লেখার যায় এমন কোনও উপায় আনার পরীক্ষা করা হচ্ছে, বলে মনে করা হচ্ছে। ‘Draft email with voice’ এমন কোনও একটি ফিচার আসতে চলেছে।

ভয়েস অর্থাৎ কথা বলে সম্পূর্ণ একটি ই-মেল লিখতে পারবেন ব্যবহারকারীরা। ‘Draft email with voice’ বাটনে চাপ দিলেই রেকর্ডিং শুরু হবে। কথা বলার পর ওই একই বাটনে ক্লিক করে তা বন্ধ করে দেওয়া যাবে। তারপর ইউজারদের ‘Create’ বাটনে ক্লিক করতে হবে। Gmail কৃত্রিক বুদ্ধিমত্তা ব্যবহার করে মেলের খসড়াটি লিখে ফেলবে। ই-মেল পাঠানোর আগে তা এডিটও করা যাবে। জেনারেটিভ এআই ব্যবহার করে এমনটা করছে জিমেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#technology, #Gmail, #Draft Gmail with voice

আরো দেখুন