খেলা বিভাগে ফিরে যান

সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! ঘরের মাঠে ওড়িশা বধ লাল হলুদের

January 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের সুপার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও ওড়িশা এফসি।

প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় ওড়িশার হয়ে গোল করেন মৌড়িসিও। প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল ওড়িশা। দ্বিতীয়ার্ধ শুরু হতেই লাল হলুদ শিবির আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তোলে।

৬২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে সমতা ফেরায় নন্দকুমার। ৬৯ মিনিটে Crespo দ্বিতীয় গোল করে এগিয়ে দেয় ইস্টবেঙ্গল কে। ৯০+৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় ওড়িশা। ওড়িশার হয়ে পেনাল্টিতে গোল করেন Jahouh। যখন মনে হচ্ছিল ইস্টবেঙ্গল ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হচ্ছে ৯০ মিনিটের মধ্যে ঠিক তখনই ২-২ করে দেয় ওড়িশা।

খেলা গড়ায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমের প্রথমার্ধে স্কোর ২-২ ছিল। এক্সট্রা টাইমের ১১১ মিনিটের মাথায় ক্লেটন তৃতীয় গোল করে ৩-২ এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। অবশেষে ৩-২ গোলে ওড়িশা কে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Odisha FC, #super cup

আরো দেখুন