এক যুগ পরে ট্রফি জয় ইস্টবেঙ্গলের, বিশেষ বার্তা স্পনসর ইমামির তরফে

ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেল থেকে ক্লাবের একটি বিবৃতি সামনে আসে। ইমামি গ্রুপের পক্ষ থেকে কার্লেস কুয়াদ্রাত ও গোটা টিমকে শুভেচ্ছা জানানো হয়

January 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১২ বছর অপেক্ষার পরে সর্বভারতীয় কোনও ট্রফি জিতল লাল হলুদ দল। উচ্ছ্বাস যে কতটা বাঁধনহারা হতে পারে, সেটি চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। সুপার কাপ জিতে সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ কলকাতায় পা রাখল ইস্টবেঙ্গল দল। বিমানবন্দরে লাল হলুদ বিস্ফোরণ ঘটল। শুধু কালো মাথার সারি। বিমানবন্দর থেকে টিম বাসের সঙ্গে সমর্থকরা বাইক মিছিল করে ক্লাব পর্যন্ত যায়। ক্লাবে ট্রফি নিয়ে ঢোকার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীও ছিলেন হাজার হাজার সমর্থক।

এই উচ্ছ্বাসের মধ্যেই বড় বিবৃতি দিল লাল-হলুদের স্পনসর ইমামি। ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেল থেকে ক্লাবের একটি বিবৃতি সামনে আসে। ইমামি গ্রুপের পক্ষ থেকে কার্লেস কুয়াদ্রাত ও গোটা টিমকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি জানানো হয়, ডুরান্ড কাপের ফাইনাল ও সুপার কাপে জয় প্রমাণ করেছে, যে ক্লাব সঠিক পথে এগোচ্ছে। বিনিয়োগকারী হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চান তাঁরাও। তৃণমূল স্তর থেকে ফুটবলের উন্নতি তাঁদের লক্ষ্য। লক্ষ লক্ষ সমর্থককে এই আনন্দ দেওয়ার চেষ্টা করবে ইমামি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen