দার্জিলিঙে শীতের দাপট, কী ব্যবস্থা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য?

স্কুলগুলিতে একদা ‘আঙ্গেঠির’ ব্যবস্থা ছিল।

January 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দার্জিলিঙে কমেনি শীতের দাপট, ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দার্জিলিং পাহাড়ের সব পরীক্ষাকেন্দ্রেই বসানো হবে রুম হিটার। ইতিমধ্যেই সে কাজের জন্য জিটিএকে অর্থ বরাদ্দ করেছে রাজ্য। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষা। সকাল ৯টা ৪৫ থেকে বেল ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। দার্জিলিং পাহাড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪০৪৭ জন। ছাত্র ১৮৮৭ এবং ছাত্রী ২১৬০ জন। পরীক্ষা কেন্দ্র রয়েছে ৩৭টি। প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই রুম হিটার বসানো হচ্ছে।

কালিম্পং পাহাড়ের পরীক্ষাকেন্দ্রগুলিতেও রুম হিটারের ব্যবস্থা রাখা হবে। স্কুলগুলিতে একদা ‘আঙ্গেঠির’ ব্যবস্থা ছিল। আঙ্গেঠি হল হাতে তৈরি ছোট ছোট মাটির উনুন। কয়লার মাধ্যমে জ্বালিয়ে ঘর গরম রাখা হত যার সাহায্যে। সে উনুন উঠে গিয়েছে। স্কুলগুলিতে রুম হিটার বসানোর কাজ শুরু হয়েছে।

জানা যাচ্ছে, স্কুলে স্কুলে রুম হিটারের প্রচলন অনেক আগেই শুরু হয়েছে। কিছু কিছু স্কুলে হিটার খারাপ হয়েছে। এখনও রুম হিটার বসানো হয়নি, এমন স্কুলও রয়েছে। মাধ্যমিক পরীক্ষার আগেই দার্জিলিং ও কালিম্পংয়ে সমস্ত পরীক্ষা কেন্দ্রে হিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলার সরকার এ কাজে এক কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen