বিনোদন বিভাগে ফিরে যান

গুলজারের সর্বকালের সেরা গান

August 18, 2023 | 2 min read

৮৬ সম্পূর্ণ করে ৮৭তে পা রাখলেন কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার। দর্শকদের একের পর এক মনোমুগ্ধকর গান উপহার দিয়েছেন খ্যাতিমান এ সঙ্গীত রচয়িতা। ১৯৫৬ সালে প্রথম গান রচনার হাতেখড়ি হলেও ২০১৭তেও সমান জনপ্রিয় তার লেখা গানগুলো। 

তাঁর গানের কথায় রয়েছে গভীর বার্তা ও দর্শকপ্রিয়তার উপকরণ। হাল আমলের জনপ্রিয় ও রোমান্টিক গানগুলো যে ষাট ও সত্তরের দশক মাতানো একই গীতিকারের লেখা, তা বিশ্বাস করতে কষ্ট হবে অনেকেরই! 

জন্মদিনে গুলজারের সাড়া জাগানো কিছু গান রইল আপনাদের জন্য:

১. তুঝসে নারাজ নেহি জিন্দেগি:

‘মাসুম’ সিনেমার জনপ্রিয় এ গানটি আজও আলোচিত হয় এর অসাধারণ সুর ও কথার জন্য। সন্তানের প্রতি মায়ের ভাবনা নিয়ে লেখা এই গানটি গুলজারের অন্যতম সেরা গান হিসেবে বিবেচনা করা হয়।

https://youtu.be/LZ_YUOr-tYw

২. অ্যায় অজনবি:

‘দিল সে’ সিনেমার এ গানটি এখনও জনপ্রিয় দর্শকদের কাছে। অনেকেই হয়ত জানেন না এ আর রাহমানের সুর ও উদিত নারায়ণের কন্ঠে গাওয়া জনপ্রিয় এ গানটির কথা লিখেছেন গুলজার।

https://youtu.be/x-HvgmYGBPs

৩. মেরা কুছ সামান:

ইজাজৎ ছবির এই গানটি এখনও লোকমুখে ফেরে। বিরহের বেদনা অসামান্য নৈপুণ্যের সাথে ফুটিয়ে তুলেছেন গুলজার নিজের কথায়।

https://youtu.be/6i9YxZKnQeY

৪. চুপকে সে:

রানী মুখার্জী ও বিবেক ওবেরয় অভিনীত রোমান্টিক সিনেমা ‘সাথিয়া’র এ গানটি গুলজারের লেখা চমৎকার একটি মিষ্টি প্রেমের গান। এ আর রাহমানের সুরে এ গানটি আজও জনপ্রিয় এর ভিন্নধর্মী কথার কারণে।

৫. দিল ঢুঁন্ডতা হ্যায় 

মৌসম ছবির এই গানটি এত বছর পরেও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। গুলজারের মর্মস্পর্শী কথা ও লতা মঙ্গেশকর-ভূপিন্দর সিংহের যুগলবন্দী মন ছুঁয়ে যায়।

৬. বিড়ি জ্বালাইলে লে 

রূপকের ব্যবহারে যে গুলজার পারঙ্গম ছিলেন সেটা বোঝা যায় এই গানটি শুনলে। আদ্যোপান্ত একটি লাস্যময়ী আইটেম সং এর মাধ্যমে সিনেমার গল্পপ্রবাহ কি নিপুণভাবে বলা যায়, এই গানটি শুনলেই বোঝা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Best Songs, #Gulzar

আরো দেখুন