পরম থেকে সৌরভ : ২০২৩-এ গাঁটছড়া বাঁধলেন কোন টলি তারকারা? দেখুন ছবিতে

বাংলা টেলি জগতে কিছু লাভবার্ডসের তারকাখচিত বিয়ের অনুষ্ঠানে সরগরম ছিল টলিউড। তেইশে কোন কোন তারকাদের চার হাত এক হলো দেখে নিন এক নজরে

January 31, 2024 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফেলে আসা ২০২৩ সাল মানেই টলি পাড়া জুড়ে বিয়ের মরশুম৷ বাংলা টেলি জগতে কিছু লাভবার্ডসের তারকাখচিত বিয়ের অনুষ্ঠানে সরগরম ছিল টলিউড। তেইশে কোন কোন তারকাদের চার হাত এক হলো দেখে নিন এক নজরে

ছবি সৌজন্যে: Instagram/parambratachattopadhyay

পরমব্রত-পিয়া: টলিউড জগতে সব চেয়ে বেশি চর্চিত পরমব্রত-পিয়ার বিয়ে। ২৭ নভেম্বর পরমব্রত চট্টোপাধ্যায় গাঁটছড়া বাঁধেন পিয়া চক্রবর্তীর সাথে। যদিও তাঁদের আইনি বিয়ের অনুষ্ঠানে ছিল না কোনও জাঁক-জমক। লালপাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে কনেকে। রিসেপশনেও ছিল সীমিত আয়োজন।

ছবি সৌজন্যে: Instagram/darshanabanik

দর্শনা-সৌরভ: ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন টলি তারকা দর্শনা বণিক ও সৌরভ দাস। সকলকে চমক দিয়ে আচমকাই বিয়ে সারেন তারা। আইবুড়োভাত থেকে বিয়ে, রিসেপশনের প্রতিটা মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে নেন দর্শনা৷

ছবি সৌজন্যে: Instagram/mistysingh

মিষ্টি- রেমো: দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক এই লাভ বার্ডের। গত বছর ১৮ মে বিয়ের পিঁড়িতে বসেন টলি অভিনেত্রী মিষ্টি সিং৷ প্রেমিক রেমোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

ছবি সৌজন্যে: Instagram/shrutidas_real

শ্রুতি- স্বর্নেন্দু: গত ৯ জুলাই রেজিস্ট্রি ম্যারেজ করেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার৷ টলিউডের জনপ্রিয় কাপল সিঁদুরদান, মালাবদল করেই সারেন বিবাহ অভিযান।

ছবি সৌজন্যে: Instagram/arpitamondal369

অর্পিতা- স্বর্ণদীপ্ত: চলতি বছর ২৭ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন অর্পিতা মন্ডল ও স্বর্ণদীপ্ত ঘোষ৷ জানা গিয়েছে, লক্ষ্মী কাকিমা বাংলা সিরিয়াল থেকে তাঁরা একে অপররের সঙ্গে সম্পর্কে আসেন।

ছবি সৌজন্যে: Instagram/sandiptasen

সন্দীপ্তা-সৌম্য: ৭ ডিসেম্বর রাজকীয় বিয়ে সারেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ প্রেমিক সৌম্য গলায় মালা দিয়ে চারহাত এক হয় নায়িকার৷

ছবি সৌজন্যে: Instagram/durnibar

দুর্নিবার-ঐন্দ্রিলা: ৯ মার্চ ঐন্দ্রিলার সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন দুর্নিবার সাহা৷ জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক মোহরের সঙ্গেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক দুর্নিবার সাহা। খবর মিলেছে, খুব শীঘ্রই সন্তানের মুখ দেখতে চলেছেন এই তারকা দম্পতি৷

ছবি সৌজন্যে: ht bangla

সুদীপ্তা-সৌম্য: গত ১ লা মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ৩ বছর চুটিয়ে প্রেম করার পর সৌম্য বক্সীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার এই জনপ্রিয় নায়িকা।

ছবি সৌজন্যে: Instagram/siyara0604

শ্রীপর্ণা-শুভদীপ: গত বছরের ২৮ নভেম্বর শুভদীপ ভট্টাচার্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায়৷

ছবি সৌজন্যে: Instagram/vaga_bong_

রুশা-অনুরণ: ২০২৩ এর ১৯ জানুয়ারিতে অনুরণ রায়চৌধুরীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রুশা চট্টোপাধ্যায়৷ দীর্ঘ ১৩ বছরের অভিনয়কে বিদায় জানিয়ে বিদেশে সংসার পাতেন রুশা৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen