রাজ্য বিভাগে ফিরে যান

শীতের দাপট কমছে রাজ্যে, কী বলছে হাওয়া অফিস

February 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির পূর্বাভাস আজও আছে। আকাশ মেঘলা থাকবে। শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ ও কাল অর্থাৎ শুক্রবার দার্জিলিং ও কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে কিছু এলাকায়। কুয়াশার দাপট থাকবে। বেশি কুয়াশা হবে মালদহ এবং দুই দিনাজপুরে।

জলপাইগুড়ি ও কোচবিহারে ও ঘনকুয়াশার সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং- র সমতল এলাকা শিলিগুড়িতে ও কুয়াশার দাপট থাকতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal Weather updates, #Weather forecast

আরো দেখুন