খেলা বিভাগে ফিরে যান

লাল-হলুদে মেসির সতীর্থ! বোরহার বদলে কে আসছেন?

February 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মেসির সতীর্থ বার্সেলোনার প্রাক্তনী ভিক্টর ভাসকোয়েজ আসছেন ইস্টবেঙ্গলে। বোরহা হেরেরার বদলে লাল-হলুদ শিবিরে ভিক্টর আসছেন। ভিক্টর; বার্সেলোনা, টরোন্টো এফসি, লা গ্যালাক্সির মতো ক্লাবে খেলেছেন। তবে খবর, এখনও ভিসা পাননি স্প্যানিশ তারকা। ৩ ফেব্রুয়ারি আইএসএলের ডার্বি, তিন তারিখের আগে কি ভিসা পাবেন ভিক্টর?

সুপার কাপ জেতার পরই, বোরহা গোয়ায় চলে যান। সেই শূন্যস্থান পূরণ করতে ভিক্টর ভাসকোয়েজকে আনা হল। লিওনেল মেসি, জেরার্ড পিকে ও ফ্যাব্রেগাসের সমসাময়িক ভিক্টর। মাঝমাঠের খেলোয়াড় ভিক্টর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ছিলেন ভিক্টর।

ভিক্টরের কথায়, তিনি ক্লাবের ইতিহাস সম্পর্কে শুনেছেন। ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে তিনি খুশি। তিনি জানিয়েছেন, ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Football, #Spanish midfielder, #Victor Vazquez

আরো দেখুন