কলকাতা বিভাগে ফিরে যান

ফেব্রুয়ারিতেই নন্দনে শুরু হচ্ছে ফরাসি চলচ্চিত্র উৎসব

February 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর এবার ফরাসি চলচ্চিত্র উৎসব (FFF 2024)। উদ্যোক্তা অ্যালায়েন্স ফ্রান্স। নন্দনে ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি হবে এই চলচ্চিত্র উৎসব।

তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো ফরাসি ছবির উৎসবে কোনো প্রতিযোগিতার বিভাগ থাকছে না। জানা যাচ্ছে ১৬ তারিখ উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে বলিউডের তারকা অনিল কাপুর এবং বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের। পাশাপাশি উদ্বোধনে হাজির থাকবেন গৌতম ঘোষ, অঞ্জন দত্ত ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৭ই ফেব্রুয়ারি অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপের ছবি দেখানো হবে উৎসবে, এমনটাই খবর। এই উত্সবের হাত ধরেই ফরাসি ছবির সঙ্গে মিলবে ভারতীয় ছবি।

ওই চলচ্চিত্র উৎসবের জন্য যে উপদেষ্টামণ্ডলী গঠিত হয়েছে, তাতে রয়েছেন কলকাতার সিনে-শিল্পোদ্যোগী প্রীতিময় চক্রবর্তী। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘কলকাতাও যে ভাল ফরাসি ছবির উৎসব করতে পারে, এই চলচ্চিত্র উৎসব সেটাই প্রমাণ করে দেবে। বন্ধু হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে সম্মত হয়েছেন অনিল কপূর, অনুরাগ কাশ্যপ এবং শাজ়ি এন কারুণের মতো ব্যক্তিত্ব।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Nandan, #French Film Festival

আরো দেখুন