সহকর্মীরা উঁকি দিচ্ছে ডেস্কটপের Whatsapp Chat-এ? দাওয়াই আনছে মেটা!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিত্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, ইউজারদের গোপনীয়তা বজায় রাখাই উদ্দেশ্য। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আসছে। মোবাইলে হোয়াটসঅ্যাপের চ্যাট সেকশনটি লক করে রাখা যায়। ওয়েব ভার্সানে তা সম্ভব ছিল না এতদিন। এবার সে সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপে চ্যাট লকের সুবিধা পাওয়া যায় না। সম্প্রতি শোনা যাচ্ছে, ওয়েব ভার্সানেও থাকবে চ্যাট লক অপশন। এবার থেকে সাইডবারে এই অপশনটি দেখা যাবে। এর মাধ্যমে এক বা একাধিক চ্যাট লক করে রাখা যাবে। শুধু তাই নয়, লক ফোল্ডার তৈরি করে তার মধ্যেও চ্যাট রাখা যাবে। যা কেবলমাত্র ব্যবহারকারীই দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের আপডেটেট ভার্সানে নয়া ফিচারের আইকনটি দেখা যাচ্ছে। শীঘ্রই ইউজাররা নয়া ফিচারটি ব্যবহার করতে পারবেন। অন্যান্য চ্যাটের সঙ্গে গোপন চ্যাটটি দেখাবে না। ওয়েব ভার্সানে পাসকোড ব্যবহার করতে হবে। মোবাইলের মতো পাসকি সিস্টেম ব্যবহার করেই ওয়েব ভার্সানের হোয়াটসঅ্যাপ চ্যাট লক করে রাখা যাবে।