খেলা বিভাগে ফিরে যান

গিলের সেঞ্চুরি, দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার নয় উইকেট

February 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেট হারিয়ে ৬৭, জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছে ইংল্যান্ড। জিততে এখনও ৩৩২ রান দরকার। ৫০ বলে ২৯ রান করেছেন জ্যাক ক্রলি। ৮ বলে ৯ রান করেছেন রেহান আহমেদ। দু’জনেই ক্রিজে অপরাজিত রয়েছে। অশ্বিন ১টি উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনের বলে কেএস ভরতের কাছে ধরা পড়েন বেন ডাকেট। ২৭ বলে ২৮ রান করেন তিনি।

এদিন টেস্টে রানের খরা কাটল শুভমান গিলের, ব্যাট হাতে আসে সেঞ্চুরি। বিশাখাপত্তনমে তাঁর ১০৪ রানের ইনিংসে ভর করে এগোচ্ছিল টিম ইন্ডিয়া। তবে রোহিতদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৫ রানে। শুভমান ছাড়া, অক্ষর পটেল ৪৫ করেছেন। ইংল্যান্ড বোলারদের মধ্যে সফল টম হার্টলে ৪ উইকেট নিয়েছেন। রেহান আহমেদ ৩ ও জেমস অ্যান্ডারসন দুই উইকেট নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #Shubman Gill, #2nd Test, #IND v ENG

আরো দেখুন