গোটা দেশে কলকাতাই প্রথম, শুরু হচ্ছে কলেরা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের মধ্যে কলকাতায় প্রথম শুরু হতে চলেছে কলেরা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। কলেরা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলার স্বাস্থ্যদপ্তর। আদপে কলেরা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল কলকাতা। ১৯৭১ সাল, কলকাতা-সহ বাংলার লক্ষ লক্ষ মানুষ কলেরা আক্রান্ত হন। বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক দিলীপ মহলানবিশ তখন আক্রান্তদের নুন-চিনি জলে গুলে খাওয়ান। তাতেই কাজ হয়। আজ যাকে ওআরএস হিসাবে চিনেছে বিশ্ব। কলকাতার পাঁচটি ওয়ার্ডে বর্ষার আগে কলেরার ট্রায়াল শুরু হচ্ছে।
ভ্যাকসিনের নাম ইউভিকল। জানা যাচ্ছে, কলেরার টিকাটি একটি ওরাল ভ্যাকসিন। দুটি ডোজ। প্রথম ডোজ নেওয়ার এক থেকে ছয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। অন্তত ৩০ হাজার মানুষকে তা খাওয়ানো হবে। দক্ষিণ কোরিয়ার এক সংস্থা ভ্যাকসিন তৈরি করেছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের কলেরাপ্রবণ এলাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিন দিয়েছে।
কলকাতা পুরসভা এলাকার ট্যাংরা, তপসিয়া, তিলজলা, রাজাবাজার, বেলেঘাটা, পার্ক সার্কাস এলাকার চার-পাঁচটি ওয়ার্ডে ট্রায়াল চলবে। বর্ষার আগেই দেওয়া হবে প্রথম ডোজ। কলকাতায় ট্রায়াল সফল হলে ওড়িশা, তামিলনাড়ু, কর্নাটকের মতো কলেরাপ্রবণ রাজ্যগুলিতে ভ্যাকসিন ব্যবহার করা হবে।