বিমানের ভাড়া বৃদ্ধির উপরে নিয়ন্ত্রণের পরামর্শ Parliamentary Committee-র

এবার নির্দিষ্ট রুটে সর্বোচ্চ বিমান ভাড়া বেঁধে দেওয়ার প্রস্তাব দিল সংশ্লিষ্ট সংসদীয় প্যানেল।

February 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিমানের টিকিটের দাম অত্যধিক বাড়ায় অসন্তোষ রয়েছে বিভিন্ন মহলে। বিমান ভাড়া নিয়ন্ত্রণের দাবি উঠছে বারবার। এবার নির্দিষ্ট রুটে সর্বোচ্চ বিমান ভাড়া বেঁধে দেওয়ার প্রস্তাব দিল সংশ্লিষ্ট সংসদীয় প্যানেল।

বৃহস্পতিবার রিপোর্ট পেশ করে পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদীয় কমিটি। সেখানে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে তাদের সুপারিশ ও পর্যবেক্ষণের বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপের রিপোর্ট রয়েছে। তাতে বিমানের টিকিটের দাম অত্যধিক বাড়ার একাধিক দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। বিশেষত, উৎসবের মরশুমে বা ছুটির দিনে বিমানের ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্যানেলের মত, এক্ষেত্রে সংশ্লিষ্ট বিমানসংস্থাগুলির দ্বারা স্ব-নিয়ন্ত্রণ মোটেই কার্যকর হয়নি। এই প্রেক্ষিতেই ডিজিসিএর মাধ্যমে বিমানের ভাড়া বৃদ্ধির উপরে নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen