বাংলায় I.N.D.I.A. জোট ভেঙেছে কংগ্রেসের জন্যই: অভিষেক ব্যানার্জি

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শনিবার একটি অনলাইন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে জানালেন যে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাংলায় একা লড়বে তৃণমূল

February 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শনিবার একটি অনলাইন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে জানালেন যে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাংলায় একা লড়বে তৃণমূল। তবে তাঁর দল সার্বিকভাবে I.N.D.I.A. জোটের অংশ। কংগ্রেসের কারণেই বাংলায় I.N.D.I.A. জোট ভেঙেছে, এই কথাও তিনি স্পষ্ট করেছেন।

অভিষেক বলেন, জোট বৈঠকের প্রথম দিন থেকে তাঁর বলে আসছিলেন, একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, দিল্লিতে যখন I.N.D.I.A. জোটের বৈঠক চলছে তখন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি নরেন্দ্র মোদী নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিরুদ্ধে লড়ার আহ্বান জানাচ্ছেন ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen