অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, কার পাল্লা ভারী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ফাইনালে নবমবারের জন্য নামবে টিম ইন্ডিয়া। ষষ্ঠবার বিশ্বজয়ী হওয়ার সুযোগ উদয় সাহারনদের সামনে।
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী। টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন, সচিন দাশদের সঙ্গে সঙ্গে রয়েছে আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। অধিনায়ক উদয় সাহারন সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাটিংয়ের পাশাপাশি অর্শিনের পেস বোলিং ও মুশির বাঁ হাতের স্পিন, অলরাউন্ডারের অভাব মিটিয়েছে। দলের ভারসাম্য বাড়িয়েছে। বোলিংয়ে রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি, সউমি কুমার পাণ্ডেরা দারুণ ফর্মে রয়েছেন।
ফাইনালে ভারতের পাল্লাই বেশি ভারী। গত বছর ক্রিকেট বিশ্বকাপে সিনিয়রদের হারের বদলা নিতে পারবেন উদয়রা? খেলা শুরু দুপুর দেড়টা থেকে।